২২ পাউন্ডের কেক কেটে কুড়িগ্রামে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৯ পিএম
২২ পাউন্ডের বিশাল কেক কেটে “২২ বছরে যুগান্তর অগ্রযাত্রায় অবিচল” স্লোগানকে নিয়ে কুড়িগ্রামে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
|
ফলো করুন |
|
|---|---|
যুগান্তর লেখা আকৃতির ২২ পাউন্ডের বিশাল কেক কেটে “২২ বছরে যুগান্তর অগ্রযাত্রায় অবিচল” স্লোগানকে নিয়ে কুড়িগ্রামে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসুচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। যুগান্তর এখন ২২ বছরে পর্দাপণ করল। সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তরের অবিচল অগ্রযাত্রায় শুভকামনা করেন সবাই। বক্তারা যুগান্তরের স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতিময় বর্ণাঢ্য জীবনের নানান দিক তুলে ধরেন। বক্তারা বলেন, ‘কর্মে তুমি বেচেঁ থাকবে। আমরা তোমাকে ভুলবো না।’
সোমবার বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ও জেলা স্বজন সমাবেশের সভাপতি ডা. এসএম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুড়িগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু।
সাংবাদিক হুমায়ুন কবির সূর্য্যর সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাবেক সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাবেক সভাপতি সফি খান, সাবেক সভাপতি ছানালাল বকসী, শফিকুল ইসলাম বেবু,রাজু মোস্তাফিজ, আব্দুল আজিজ মজনু, ইউনুছ আলী, রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম জেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক শেখ আলমগীর কবির বাবলু, মিজানুর রহমান মিন্টু, প্রভাষক ফরিদা ইয়াসমীন বেবী, শিক্ষক রফিকুল ইসলাম পুতুল, আরিফুল ইসলাম রকেট, সাইফুল ইসলাম, গোলাম মাসুদ, শাহিন আহম্মেদ প্রমুখ।
সম্মাননা ক্রেস্ট দেয়া হয় সমাজসেবায় কুড়িগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ কাজিউল ইসলামকে। জুরিবোর্ডের বিচারে গত এক বছরে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শুভেচ্ছা স্মারক লাভ করেন প্রথম আলোর জেলা প্রতিনিধি সফি খান, সক্রিয় সাংবাদিকতায় সমকাল ও সময় টিভির জেলা প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জু, দুর্নীতি রিপোর্টিংয়ে যমুনা টিভির জেলা প্রতিনিধি নাজমুল হোসেন, সাহিত্যে ইনডিপেন্ডেন্ট টিভি ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, মানবিক সাংবাদিকতায় নিউজ টুয়েন্টিফোর টিভি ও সংবাদের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য্য।
এছাড়া জেলায় ৭ জন উপজেলা প্রতিনিধির মধ্যে বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হন উলিপুর প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষণ এবং বর্ষসেরা দ্বিতীয় নির্বাচিত হন ফুলবাড়ী প্রতিনিধি আব্দুল আজিজ মজনু। দু’জনের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। পাশাপাশি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয় নাগেশ্বরী প্রতিনিধি জোবায়ের সিদ্দিকি স্বপন, ভুরুঙ্গামারী প্রতিনিধি আরমান আলী, চিলমারী প্রতিনিধি গোলাম মাহবুব, রৌমারী প্রতিনিধি এসএম সাদিক হোসেন ভোলা ও রাজারহাট প্রতিনিধি এনামুল হকের হাতে।
পরে অতিথিদের নিয়ে যুগান্তর স্বজন সমাবেশের একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
