Logo
Logo
×

সারাদেশ

অবশেষে পূর্ণাঙ্গ হলো সিলেট জেলা ও মহানগর ছাত্রদল কমিটি

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩০ পিএম

অবশেষে পূর্ণাঙ্গ হলো সিলেট জেলা ও মহানগর ছাত্রদল কমিটি

সিলেট

আংশিক কমিটি গঠনের আড়াই বছর পর অবশেষে অনুমোদন হলো সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি। মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩২১ সদস্যের জেলা ও ২৬৬ সদস্যের মহানগর কমিটি অনুমোদন করা হয়।

২০১৮ সালের ১৩ জুন আলতাফ হোসেন সুমনকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা ছাত্রদলের এবং সুদীপ জ্যোতি সভাপতি ও ফজলে রাব্বি আহসানকে সাধারণ সম্পাদক করে সিলেট মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
জানা যায়, গত বছরের অক্টোবরে সিলেট জেলা ও মহানগর ছাত্রলদের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দেয়া হয়। ২২ অক্টোবর রাতে কমিটির খসড়া তালিকা দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা ওমর ফারুক কাওছারের কাছে জমা দেন সিলেটের দায়িত্বশীলরা। সেই খসড়া জমা দেওয়ার তিন মাস পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিলো কেন্দ্রীয় কমিটি।

কমিটিতে মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমদ ছাড়াও ১৯ জনকে সহসভাপতি করা হয়েছে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ ছাড়াও ৫২ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ ছাড়াও ৬২ জনকে সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম ছাড়াও ২৫ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক, আরও ৫৯টি সম্পাদকীয় পদ ছাড়াও সদস্য করা হয়েছে ৪৪ জনকে।

জেলা ছাত্রদলের কমিটিতে সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম ছাড়াও ২৩ জনকে সহ-সভাপতি করা হয়েছে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন নাদিম ছাড়াও ৬০ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাহের রাশেদ ছাড়াও ৫২ জনকে সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকব্বির সাকি ছাড়াও ২৫ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক এবং ৯৬টি সম্পাদকীয় পদ ছাড়াও সদস্য করা হয়েছে ৫৯ জনকে।
 

ছাত্রদল কমিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম