Logo
Logo
×

সারাদেশ

ব্যবসায়ী হত্যা মামলায় কাউন্সিলর আলমগীর কারাগারে

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৮ এএম

ব্যবসায়ী হত্যা মামলায় কাউন্সিলর আলমগীর কারাগারে

কুমিল্লায় আলোচিত ব্যবসায়ী আক্তার হত্যা মামলায় অবশেষে কাউন্সিলর আলমগীর হোসেন কারাগারে। বৃহস্পতিবার দুপরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

গত বছরের ১০ জুলাই নগরীর ২৩নং ওয়ার্ডের চাঙ্গিনী এলাকায় ব্যবসায়ী আক্তার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ মামলায় জামিন নিতে আদালতে গিয়েছিলেন কুসিক কাউন্সিলর আলমগীর হোসেন।

আক্তার হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর আলমগীর কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন। আলোচিত এ হত্যার ঘটনায় তাকে যুবলীগ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।

জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি)জহিরুল ইসলাম সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার কুমিল্লা জেলা জজ আদালতে জামিনের আবেদন করেন কাউন্সিলর আলমগীরের আইনজীবীরা। দুপুরে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১০ জুলাই শুক্রবার জুমার নামাজের পর নগরীর কোটবাড়ি সড়কের চাঙ্গিনী মোড় এলাকায় কুসিকের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের নেতৃত্বে ব্যবসায়ী আক্তার হোসেনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে। এ ঘটনায় কাউন্সিলর আলমগীরসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত ব্যবসায়ী আক্তারের স্ত্রী রেখা বেগম। মামলাটির তদন্ত করছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম