গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সদ্যপ্রয়াত যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা, কোরআন খতম, মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে পবিত্র কোরআন ও স্বল্প আয়ের শীতার্ত সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ এবং কেক কাটার মধ্য দিয়ে গাজীপুরের হোতাপাড়ায় দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার সদর উপজেলার হোতাপাড়ার শ্যামলী পিকনিক স্পটে দিনব্যাপী অনুষ্ঠানে গাজীপুরের স্টাফ রিপোর্টার আবুল কাশেমের সভাপতিত্বে ও শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের মফস্বল ইনচার্জ নাঈমুল করীম নাঈম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার ওসি ইনচার্জ মামুন উর রশিদ, সালনা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান, গাজীপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি একেএম রিপন আনসারী।
এছাড়াও উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামসুল হক রিপন, কাপাসিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম শাহিন, কালিয়াকৈর প্রতিনিধি সরকার আব্দুল আলীম, পূবাইল প্রতিনিধি আক্তার হোসেন, কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফ্ফার, গাছা প্রতিনিধি এমআর নাসির, সাভার প্রতিনিধি মতিউর রহমান, সাংবাদিক মহিন উদ্দিন রিপন, শিহাব খান, ফয়সাল আহমেদ, জসিম উদ্দিন, কবির সরকার, জামাল উদ্দিন, মাহফুজুর রহমান ইকবাল, মাহমুদুল হাসান, এমদাদুল হক প্রমুখ।
এ সময় সদ্যপ্রয়াত যমুনা গ্রুপের চেয়ারম্যান যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোচনা, মরহুমের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভা শেষে স্বল্পআয়ের শীতার্ত শতাধিক পরিবারের মাঝে কম্বল, মাদ্রাসার ২০ জন এতিম ছাত্রকে কোরআন শরিফ বিতরণ ও ২২ পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সবশেষে প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
