দুর্গাপুরে জলসিঁড়ি সম্মাননা পেলেন দুই গুণীজন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার দুর্গাপুর পাঠে পাঠে আত্মজাগরণ- এই প্রতিপাদ্যে বার্ষিক অধ্যয়ন সভা উপলক্ষে দুই গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে বিরিশিরি ইউনিয়নের গাভীনা গ্রামে জলসিঁড়ি পাঠাগাড়ের সম্পাদক প্রভাষক দীপক সরকারের সঞ্চালনায় পাঠাগারের সভাপতি এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (অব.) ড. অর্ধেন্দু শেখর রায়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, অধ্যাপক হারাধন সাহা, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির শরদিন্দু সরকার, উপজেলা সুজন সভাপতি অজয় সাহা, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক প্রমুখ। এছাড়া স্থানীয় ও দেশ বরেণ্য কবি ও সাহিত্যিকরা এতে উপস্থিত থেকে কবিতা পাঠ করেন।
বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে যুব সমাসজকে সকল কাজে গতিশীল করতে পাঠের অভ্যাস গড়ে তোলার কোন বিকল্প নাই। নিজ নিজ জায়গা থেকে প্রতিটি ক্ষেত্রে অন্তত মাসে একটি করে মুক্তিযুদ্ধভিত্তিক, নৈতিক শিক্ষা অথবা ইতিহাস ঐতিহ্যমণ্ডিত বই কেনার জন্য অনুরোধ জানানো হয়।
আলোচনা শেষে প্রতিবারের মতো এ বছরও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে সাংবাদিকতায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল এবং সুদূর যশোর জেলার চিত্রশিল্পী সোহেল প্রাণনকে জলসিঁড়ি সম্মাননা-২০২০ প্রদান করা হয়।
