Logo
Logo
×

সারাদেশ

ছাগলে গাছ খাওয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, লাঠির আঘাতে নিহত ১

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৮ এএম

ছাগলে গাছ খাওয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, লাঠির আঘাতে নিহত ১

ফাইল ছবি

শেরপুরের নকলা উপজেলায় ছাগলে গাছ খাওয়া নিয়ে ঝগড়ার সময় প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাউশা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. আজি মিয়া (৫০)।  তিনি উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউশা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন তার মেয়ে মাহমুদা বেগম (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার প্রতিবেশী ইসমাইল হোসেনের নারকেলগাছের চারা খেয়ে ফেলে আজি মিয়ার একটি ছাগল।
এর জের ধরে শনিবার সকাল ৯টার দিকে আজি মিয়ার সঙ্গে প্রতিবেশী ইসমাইল, মিজানসহ কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি। এর একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে আজি মিয়াকে মারধর করেন এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।

এতে ঘটনাস্থলেই আজি মিয়ার মৃত্যু হয়। এসময় বাবাকে বাঁচাতে গিয়ে মেয়ে মাহমুদা বেগমও আহত হন। এ ঘটনার পর থেকে ইসমাইল ও মিজান পলাতক রয়েছে।

নকলা থানার ওসি মুশফিকুর রহমান জানান, এ ঘটনার অভিযুক্ত ইসমাইলের স্ত্রী শিখা বেগম ও মিজানের স্ত্রী ইতি বেগমকে আটক করেছে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

শেরপুর ছাগল খুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম