Logo
Logo
×

সারাদেশ

রামেক হাসপাতালে ১৭ দালাল গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০০ এএম

রামেক হাসপাতালে ১৭ দালাল গ্রেফতার

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নারীসহ ১৭ দালালকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ।

বুধবার সকালে রামেকের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। পরে তাদের নগর ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর বুধাপাড়া এলাকার স্বপ্ন ডোমের ছেলে স্বাধীন (টিপু), চণ্ডিপুরের হারুন অর রশিদের ছেলে হাসিবুল ইসলাম, ডিঙ্গাডোবার মৃত বরজানের ছেলে সূর্য, মো. কবিরুদ্দিন সাইদুর রহমান, বহরমপুরের শফিকুল ইসলাম মো. রিয়াজ, আইডি চাগানপাড়ার মৃত সন্তোষের ছেলে শ্রী সনজিত কুমার। বাকিদের নামপরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর ডিবি পুলিশের (এসি) রাকিবুল ইসলাম শামিম। তিনি জানান, রামেক হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ছাড়া এমন অভিযান অব্যাহত থাকবে।

রামেক হাসপাতাল গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম