Logo
Logo
×

সারাদেশ

ঘরের বেড়া কেটে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ 

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি  

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৬ পিএম

ঘরের বেড়া কেটে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ 

নাটোরের বড়াইগ্রামে রাতের আঁধারে বেড়া কেটে ঘরে ঢুকে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার অভিযুক্ত মজনু মিয়াকে (২৭) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মজনু মিয়া উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর গ্রামের মৃত আজগর আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী ওই গৃহবধূ নিজ ঘরে ঘুমিয়েছিলেন। স্বামী কিছুদিন আগে খুলনায় রাজমিস্ত্রির কাজে যাওয়ায় তিনি বাড়িতে একাই ছিলেন। রাত দেড়টার দিকে মজনু মিয়া তাদের বাড়িতে এসে বেড়া কেটে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে। 

খবর পেয়ে পরদিন তার স্বামী বাড়ি এলেও মজনুসহ তার আত্মীয়স্বজনের চাপে তিনি থানায় যেতে পারেননি। অবশেষে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়ে গেলে পুলিশ রাতেই মজনু মিয়াকে আটক করে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। নির্যাতিতা গৃহবধূর মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। বুধবার মজনু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নাটোর ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম