Logo
Logo
×

সারাদেশ

জীবনযুদ্ধে হেরে গেলেন অঞ্জলি দিতে গিয়ে দগ্ধ সেই বিশ্ববিদ্যালয় ছাত্রী

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ০৫:০৬ পিএম

জীবনযুদ্ধে হেরে গেলেন অঞ্জলি দিতে গিয়ে দগ্ধ সেই বিশ্ববিদ্যালয় ছাত্রী

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ছাত্রী ত্রয়ী দাস (২৩) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার সকাল ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সভাপতি মো. লুৎফুল কবির। তিনি বলেন, গত বৃহস্পতিবার সকালে ঢাকার গ্রিন রোডের বাসায় অঞ্জলি দিতে গিয়ে মোমবাতি থেকে অগ্নিদগ্ধ হন ত্রয়ী দাস। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানান।

পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। মঙ্গলবার সকাল ৯টায় সেখানেই তার মৃত্যু হয়।

জানা যায়, ত্রয়ী দাসের শেষকৃত্য অনুষ্ঠিত হবে কুমিল্লায়। মৃত্যুকালে ত্রয়ী এক বছরের সন্তান আয়ুস, স্বামী অনিক দেবনাথসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ত্রয়ী দাস বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মর্মান্তিক মৃত্যুর সংবাদে তার সহপাঠী, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গোপালগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম