Logo
Logo
×

সারাদেশ

প্রেমিকার বাড়িতে প্রেমিক ধরা, ছাড়াতে গিয়ে বন্ধু খুন

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৮:৫৮ এএম

প্রেমিকার বাড়িতে প্রেমিক ধরা, ছাড়াতে গিয়ে বন্ধু খুন

ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রেমিকার বাড়ি থেকে আটক বন্ধুকে ছাড়াতে গিয়ে এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের  রুদ্রপুর গ্রামের পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. পারভোজ হোসেন (২২) উপজেলার জুগিখালী গ্রামের কাজাগোবাড়ির আবদুর রহিমের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন।

আহতরা হলেন— জিহাদ (২৮), জাহেদ (২৪), জুয়েল (২৪), নানক (২৫), রিয়াদ (৩০), ফরহাদ (২৫) ও আজাদ (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সুজন সোমবার সন্ধ্যায় ফোনকল পেয়ে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যায়। এ সময় প্রেমিকার বাবা শাহ আলম ও এলাকার লোকজন তাকে আটক করে।

এ সময় ১০ লাখ টাকা দাবি করে প্রেমিকার বাবা, ভাই ও আত্মীয়রা; অন্যথায় তাদের মেয়েকে বিয়ে করতে হবে বলে জানান তারা।

খবর পেয়ে আটক সুজনের ভাই ও সমাজপতিরা রাতেই প্রেমিকার বাড়িতে যায় তাকে ছাড়িয়ে আনতে। তবে সুজনকে ছাড়িয়ে আনতে তারা ব্যর্থ হন।

এর পর মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে সুজনের ভাই, সমাজিপতি ও বন্ধুরা একত্রিত হয়ে পুনরায় প্রেমিকার বাড়িতে গেলে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে প্রেমিকার পরিবারের এক সদস্য ধারালো অস্ত্র নিয়ে হামলা করে আটক প্রেমিক সুজনের বন্ধু পারভেজকে কুপিয়ে গুরুতর আহত করে।

পারভেজকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কারুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, আটক যুবককে প্রেমিকার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নোয়াখালী বেগমগঞ্জ খুন বন্ধু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম