Logo
Logo
×

সারাদেশ

লালমনিরহাটে বড়ভাইয়ের কুড়ালের আঘাতে ছোটভাই খুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০২:৪৮ এএম

লালমনিরহাটে বড়ভাইয়ের কুড়ালের আঘাতে ছোটভাই খুন

ফাইল ছবি

জমি নিয়ে বিরোধের জের ধরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বড়ভাইয়ের কুড়ালের আঘাতে আলকাত মিয়া (৪২) নামে ছোটভাই খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে সন্ধ্যায় উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল সালামের ছেলে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ছোটভাই আলকাত মিয়ার সঙ্গে বড়ভাই সোলেমানের বিরোধ চলছিল।

মঙ্গলবার দুপুরে জমি নিয়ে কথা কাটাকাটি হলে স্থানীয়দের সমঝোতায় মিটে যায়। এরই জের ধরে সন্ধ্যায় আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি  হয়। একপর্যায়ে সোলেমান কুড়াল দিয়ে আলকাতের মাথায় আঘাত করে।

তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন থেকে রাত ৯টার দিকে আলকাতের মৃত্যু হয়।
এ ঘটনায় মৃত আলকাতের ছেলে ও এক প্রতিবেশী আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।

কালীগঞ্জ লালমনিরহাট রমেক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম