Logo
Logo
×

সারাদেশ

পরকীয়া নিয়ে মা ও ছেলের পাল্টাপাল্টি মামলা

Icon

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ০৫:১৭ পিএম

পরকীয়া নিয়ে মা ও ছেলের পাল্টাপাল্টি মামলা

প্রতীকী ছবি

ভোলার দৌলতখানে ২৩ এপ্রিল মায়ের পরকীয়ার প্রতিবাদ করায় ছেলেকে বেধড়ক পিটিয়েছেন মা। পিটুনি থেকে বাঁচতে ধস্তাধস্তির একপর্যায়ে মায়ের মুখে ছেলের হাতের নখের আঁচর লাগে।

এতে ক্ষিপ্ত হয়ে উচ্চ মাধ্যমিক পড়ুয়া ছেলের বিরুদ্ধে তার মা ২৩ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অপরদিকে ছেলেও ২৫ এপ্রিল তার মা, কথিত প্রেমিক গিয়াস উদ্দিন হাওলাদার ও অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে তাকে ও তার ছোটভাইকে (১৩) হত্যার উদ্দেশে মারধর করার অভিযোগ থানায় দায়ের করেন।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে।

অভিযোগকারী ছেলে বলেন, আমার পিতা গত ১২ বছর যাবত বিদেশে আছেন। পিতার অনুপস্থিতির সুযোগে মা বাংলাবাজারের হোটেল ব্যবসায়ী গিয়াস উদ্দিন হাওলাদারের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। আমরা ছোটবেলা থেকেই মায়ের পরকীয়ার বিরোধিতা করে আসছি কিন্তু মা আমাদের বিরোধিতার কোনো পাত্তাই দেন না।

২৩ এপ্রিল আমি আমার পিতার সঙ্গে ফোনে কথা বলতে চাইলে মা বাধা দেন। এক মাস আগে মায়ের প্রেমিকের সঙ্গে আপত্তিকর মুহূর্ত দেখে ফেলার ঘটনা পিতাকে না বলতে শাসিয়ে দেন। আমি না শুনলে একপর্যায়ে আমাকে গলাটিপে ধরে বেধড়ক পেটাতে থাকেন। ফের রাতে আমার মা ও তার প্রেমিকসহ তিন-চারজন ভাড়াটে মিলে আমাকে ও আমার ছোটভাইকে পেটায়।

এ ব্যাপারে মা ও তার কথিত প্রেমিক গিয়াস উদ্দিন হাওলাদার বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

গিয়াস উদ্দিন হাওলাদার আরও বলেন, ওই পরিবারটির সঙ্গে আমার পরিবারের সামাজিক সম্পর্কের বাইরে কিছুই নেই।

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির এএসআই  গোলাম মোস্তফা বলেন, মা-ছেলে উভয়ের মধ্যে সমঝোতা করে দেয়ার চেষ্টা চলছে। আগামী শনিবার এ ব্যাপারে উভয়পক্ষকে ফাঁড়িতে আসতে বলা হয়েছে।

ভোলা পরকীয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম