পানি খাওয়ার নামে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ০৪:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার লালমোহনে পানি খাওয়ার ছল করে ঘরে ঢুকে ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করেছে ২ সন্তানের জনক। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ধর্ষক রিয়াজ ওরফে রিয়াদকে আসামি করে বুধবার লালমোহন থানায় মামলা দায়ের করেছেন কিশোরীর মা। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্র ধরে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সংশদি বাড়ির ফারুকের ছেলে রিয়াজ ওরফে রিয়াদ ধানক্ষেতে কাজ করতে যায়। এ সময় সকাল ৮টার দিকে পানি খাওয়ার অজুহাতে রিয়াদ ধানক্ষেতের পাশের একটি ঘরে ঢুকে।
ওই ঘরে তখন কিশোরীটি একা ছিল। ঘরে আর কেউ না থাকার সুযোগে কিশোরীর কাছে পানি চায় রিয়াদ। সে পানি আনতে ঘরের ভেতরে গেলে রিয়াদ তাকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার দিন স্থানীয়ভাবে ফয়সালার অজুহাতে সময় বিলম্ব করলেও বুধবার শিশুর মা থানায় এসে মামলা করেন। আসামি রিয়াদকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
