Logo
Logo
×

সারাদেশ

বিয়ের কথা বলে মৎস্য খামারে আটকে রেখে কলেজছাত্রীকে ধর্ষণ

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২১, ০৪:২০ পিএম

বিয়ের কথা বলে মৎস্য খামারে আটকে রেখে কলেজছাত্রীকে ধর্ষণ

জামালপুর সদরের নরুন্দিতে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে একটি মৎস্য খামারে আটকিয়ে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে তার প্রেমিক।

জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, জামালপুর সদর উপজেলার ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পার্শ্ববর্তী গ্রামের ফয়সাল হক। রোববার রাতে বিয়ের কথা বলে ফয়সাল তার প্রেমিকাকে খালার বাড়ি মহিশুড়া গ্রামে ডেকে নেয়। সেখানে একটি মৎস্য খামারে আটকিয়ে রাতভর ধর্ষণ করে প্রেমিক ফয়সাল। এ সময় ফয়সালের বন্ধু আলমগীর ও অপু  বন্ধু ফয়সালকে সহায়তা করে।

এ ঘটনায় ৫ জনকে আসামি করে জামালপুর থানায় মামলা হয়েছে। পুলিশ ধর্ষক ফয়সালকে গ্রেফতার করেছে বলে তিনি জানান।

জামালপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম