Logo
Logo
×

সারাদেশ

তালতলীতে গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২১, ১০:৪৯ এএম

তালতলীতে গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

বরগুনার তালতলীতে গণধর্ষণের অভিযোগে তরুণীর দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তালতলী থানা পুলিশের যৌথ অভিযানে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লেবুপাড়া এলাকা থেকে বুধবার রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেফতার দুজন হলেন- মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি রুবেল (২৮) ও চার নম্বর আসামি জাহিদুল ইসলাম (২১)। 

তদন্ত কর্মকর্তা ও তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।  এ মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ৩১ মার্চ তালতলীর সোনাকাটা টেংরাগিরি-ইকোপার্কের বনে দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই তরুণী। পরদিন তালতলী থানায় ওই তরুণী বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করে।
 

তালতলীতে গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম