Logo
Logo
×

সারাদেশ

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী নানা কারাগারে

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২১, ০২:০১ পিএম

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী নানা কারাগারে

নাটোরের বড়াইগ্রামে ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে তোফাজ্জল হোসেন তফেজ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার শিশুটি নানা মৃত গেনা প্রামাণিকের ছেলে তফেজ উদ্দিনের বাড়িতে চিরুনি আনতে যায়। এ সময় একা পেয়ে তফেজ উদ্দিন তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু শিশুটি চিৎকার করলে তফেজ তাকে ছেড়ে দেয়। এরপর শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তফেজ ও তার ভাইয়েরা তার বাবা-মাকে থানায় যেতে বাধা দেয়।

এমনকি বাকবিতণ্ডাতার একপর্যায়ে তারা শিশুটির বাবা-মাকে মারধরও করে। পরে বৃহস্পতিবার এ বিষয়ে গ্রামপ্রধান করম আলী সরকার, গফুর প্রামাণিক ও সাবেক ইউপি সদস্য আমজাল হোসেনের নেতৃত্বে সালিশ বৈঠক বসে। খবর পেয়ে ডিএসবির ওয়াচার মমিন আলী সেখানে গেলে বৈঠক ভণ্ডুল হয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে তফেজ উদ্দিনকে আটক করে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।

নাটোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম