অবৈধ নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ নেতাকর্মীদের রাবি প্রশাসন ভবনে অবস্থান
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২০ জুন ২০২১, ০৩:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাকরিতে যোগদান নিশ্চিতের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে অবস্থান নিয়েছে গত প্রশাসন কর্তৃক অবৈধ নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ নেতাকর্মীরা।
রোববার বেলা ১১টায় প্রশাসন ভবনে সেই ১৪১ নিয়োগপ্রাপ্তরা অবস্থান নেন। পরে তারা প্রশাসন ভবনের ভিতরে প্রবেশ করে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন।
এ সময় প্রশাসন ভবনের ভিতরে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান আল আরিফ। নিয়োগপ্রাপ্তরা কোষাধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন এবং তাদের চাকরিতে যোগদান করানোর দাবি জানান। যোগদান না করার আগপর্যন্ত তারা প্রশাসন ভবন ত্যাগ করবেন না বলেও জানান।
উচ্চমান সহকারী পদে নিয়োগপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি তৌহিদ মুর্শেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আমাদের আশ্বাস দিয়েছিলেন আমাদের নিয়োগপ্রাপ্তদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বসবেন। আজ (রোববার) তিনি অসুস্থতার অজুহাত দিয়ে আমাদের সঙ্গে দেখা করতে পারবেন না বলে জানিয়েছেন। কিন্তু তিনি বাসা থেকে ঠিকই অফিস করে যাচ্ছেন। আমরা দ্রুত আমাদের পদায়ন চাই। সে বিষয়েই আমরা কোষাধ্যক্ষ স্যারের সঙ্গে আলোচনা করছি।
এ বিষয়ে কোষাধ্যক্ষ প্রফেসর একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গত, রাবির সদ্যবিদায়ী ভিসি এম আব্দুস সোবহান গত ৬ মে শেষ কর্মদিবসে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণহারে ১৪১ জনকে নিয়োগ দেন। পরে কড়া পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়েন প্রফেসর সোবহান। বর্তমানে মহানগরীতে একটি বাসভবনে পুলিশ পাহারায় বসবাস করছেন তিনি।
