Logo
Logo
×

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে গলিতে মিলল দগ্ধ নারীর লাশ

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ০৯:২২ এএম

ঠাকুরগাঁওয়ে গলিতে মিলল দগ্ধ নারীর লাশ

ঠাকুরগাঁওয়ে শহরের গলি থেকে দগ্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম মিলি চক্রবর্তী (৪৫)।

বৃহস্পতিবার সকালে শহীদ মোহাম্মদ আলী সড়কের পাশের একটি গলি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত মিলি শহরের কালীবাড়ি এলাকার সোনা চক্রবর্তীর স্ত্রী।

স্থানীয়রা  জানান, ওই নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত মিলির স্বজনরা জানান, ভোরে পূজা শেষে হাঁটতে বেরিয়েছিলেন তিনি।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কোনো দাহ্য পদার্থ দিয়ে মরদেহ পোড়ানোর চেষ্টা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে।

ঠাকুরগাঁও নারী লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম