Logo
Logo
×

সারাদেশ

‘আর্জেন্টিনার কাছে হেরে’ ব্রাজিলভক্ত যুবকের বিষপান! (ভিডিও)

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০৭:২৬ এএম

‘আর্জেন্টিনার কাছে হেরে’ ব্রাজিলভক্ত যুবকের বিষপান! (ভিডিও)

আর্জেন্টিনার কাছে ব্রাজিল হেরে যাওয়ার পরপরই কক্সবাজারের রামুতে ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত কামাল  নামের এক যুবকের বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।  

রোববার সকাল ৯টার দিকে উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল এলাকায় এ ঘটনা ঘটে। কামাল ওই এলাকার আমির হোসেনের ছেলে।

বিষপানের পর তাকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয় তাকে।

স্থানীয় বাসিন্দারা জানান, কামাল ব্রাজিলের কট্টর সমর্থক ছিলেন। রোববার সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার কাছে এক গোলে হেরে যায় ব্রাজিল। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং এক পর্যায়ে বিষপান করেন। লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

তবে হাসপাতালে চিকিৎসাধীন যুবক কামাল দুপুর ১২টার দিকে যুগান্তরকে জানান, তিনি বিষপান করেছেন সত্য। তবে ব্রাজিল হেরে যাওয়ার কারণে তিনি বিষপান করেননি। অন্য কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেন। তবে সেই কারণ বলতে রাজি হননি কামাল।

 

যুবক বিষপান ব্রাজিল সমর্থক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম