Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপুরে এতিম ও অসহায় শিশুদের ঈদ উপহার দিলেন ইউএনও

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ০৫:৪৫ এএম

দুর্গাপুরে এতিম ও অসহায় শিশুদের ঈদ উপহার দিলেন ইউএনও

করেনার প্রেক্ষাপটেও ঈদের খুশিটুকু এতিম ও অসহায় শিশুদের মধ্যে ভাগ করে দেয়ার জন্য উদ্যেগ নিলেন নেত্রকোনার দুর্গাপুরের ইউএনও।

এতিম ও অসহায় শিশুদের জন্য ঈদ উপহার হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মানবকল্যানকামী অনাথালয়ের গত শুক্রবার বিকেলে ১০০ এতিম শিশুর মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনথালয়ের শিশু কবিতা মারমা বলেন, এবার করোনার কারণে আশ্রমের সবাই ঈদের আনন্দ একেবারেই ম্লান হয়ে গিয়েছিলো। দুর্গাপুরের ইউএনও স্যারের একটু সহায়তায় ওইদিন হয়তো সবাই মিলে একটু ভালোমন্দ খেতে পারবো। ঈশ্বর উনার ভালো করুন।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান যুগান্তরকে বলেন, ধর্ম যার যায় উৎসব সবার। বর্তমান করোনা প্রেক্ষাপটে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার হিসেবে ৫০০ কেজি চাল এবং ঈদের দিন একটু ভালো খাবার খাওয়ার জন্য অন্যান্য সামগ্রী কিনতে অনাথ মাতা নিশা দেবীর হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়েছে।

করোনার এই কঠিন সময়ে সমাজের বিত্তবানদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী গরীব, অসহায় এবং সুবিধাবঞ্চিতদের পাশে এগিয়ে আসার আহবান জানান তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, আশ্রম সভাপতি সুবল দে, অনাথ মাতা নিশা দেবী, অনাথালয়ের সভাপতি হরেন্দ্র সরকার প্রমুখ।

দুর্গাপুরে এতিম . ইউএনও.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম