Logo
Logo
×

সারাদেশ

সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবক গ্রেফতার

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ০৭:০৬ এএম

সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবক গ্রেফতার

ছবি: যুগান্তর

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যার ৫ মাস পর আসামি মো. দুলাল মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার কোনাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ জঙ্গলকাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুলাল একই এলাকার আবু তাহেরের ছেলে।

জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি কোনাখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড দক্ষিণ জঙ্গলকাটা গ্রামের সাড়ে তিন বছর বয়সি এক শিশু বাড়ির পাশে অন্য বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়।

পরে ২৪ ফেব্রুয়ারি বাড়ির অদূরে একটি পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়। থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

দীর্ঘ ৫ মাস পর  ময়নাতদন্তের রিপোর্টে আসে থানায়। রিপোর্টে ওই শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়। পরে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড হয়। এ মামলায় আসামি করা হয় মো. দুলালকে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক দুলালকে গ্রেফতার করে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম বলেন, ঘটনার পর থেকে দুলাল পলাতক থাকায় তার বিষয়ে সন্দেহ ঘনীভূত হয়।  এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে ২ আগস্ট থানায় একটি মামলা করেন এবং সোমবার রাতেই অভিযুক্ত দুলালকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

চকরিয়া ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম