Logo
Logo
×

সারাদেশ

হাসপাতাল ভবনে গৃহকর্মীকে ধর্ষণ, নারীসহ গ্রেফতার ২

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২১, ০৪:১৬ পিএম

হাসপাতাল ভবনে গৃহকর্মীকে ধর্ষণ, নারীসহ গ্রেফতার ২

চাঁদপুর শহরের আলিমপাড়ার একটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ভবনে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। অপর একজন পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।

চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর এনামূল হক চৌধুরী জানান, প্রিমিয়ার হাসপাতালের সপ্তম তলায় ভাড়া থাকেন রাবেয়া প্রকাশ পলি নামে এক নারী। তার বাসায় গৃহকর্মী হিসেবে ছিলেন ভুক্তভোগী ওই তরুণী। মঙ্গলবার সন্ধ্যায় পলির ডাকে ভবনে ঢোকেন অভিযুক্ত দুই যুবক। পরে তারা জোরপূর্বক ওই তরুণীকে ধর্ষণ করে।

তিনি বলেন, এমন অভিযোগের ভিত্তিতে আমরা ভাড়াটিয়া রাবেয়া প্রকাশ পলি এবং ধর্ষক কামরুজ্জামানকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসি। কামরুজ্জামানের সহযোগী অভিযুক্ত ইলিয়াস হোসাইনকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

থানা সূত্রে জানা যায়, আটক কামরুজ্জামান সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম সালামতউল্লাহ। তিনি বাবুরহাটে ইট বালু রড সিমেন্ট বিক্রির ব্যবসায়ী। এমনকি শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জন্যও দৌড়ঝাঁপ করছেন।

অপর আটককৃত রাবেয়া প্রকাশ পলির বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় পলাতক ইলিয়াস হোসাইন শাহরাস্তির শিমাইল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার পিতা মো. আলী মিয়া রূপালী ব্যাংক শহরের বাবুরহাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার।

চাঁদপুর  মডেল থানার ওসি আব্দুর রশীদ জানান, অভিযোগ পাওয়ামাত্রই ধর্ষিতা তরুণীকে আইনি সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ওই হাসপাতাল ভবনের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে দুইজনকে আটক করা হয়েছে। পলাতক অপর আসামিকে আটকের ব্যাপারে অভিযান অব্যাহত আছে।

তিনি আরও জানান, ধর্ষণের শিকার তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধর্ষণের মামলা হয়েছে। গ্রেফতার দুইজনকে আদালতে নেয়া হয়েছে।

চাঁদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম