Logo
Logo
×

সারাদেশ

টিকা না নেওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ করে দিলেন মেয়র

Icon

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১, ০৪:০১ পিএম

টিকা না নেওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ করে দিলেন মেয়র

দেশে করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশ সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে একটি হচ্ছে করোনা টিকা গ্রহণ।

দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভায় টিকা গ্রহণ না করার কারণে পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীদের বেতন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান, করোনা টিকা গ্রহণ না করার কারণে ইতোমধ্যে কর্তব্যরত কর্মচারীদের বেতন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা টিকা দিচ্ছেন তাদের বেতন দেওয়া হচ্ছে। এ কার্যক্রম আমাদের চলবে গণটিকা দেওয়ার পরেও যদি কোনো কর্মকর্তা কর্মচারী টিকা কার্ড প্রদর্শন না করে তাহলে সব প্রকার অফিসের কাজ কর্ম থেকে অব্যাহতি দেওয়া হবে। 

তিনি আরও জানান, করোনাভাইরাস প্রতিরোধে আমরা প্রথমধাপে হাকিমপুর পৌরসভায় নো মাস্ক নো সার্ভিস কার্যক্রম চালু করেছিলাম। এবার আমরা গণটিকা দেওয়া পরে আরেকটি কার্যক্রম চালু করবো, সেটি হচ্ছে- নো সার্টিফিকেট নো সার্ভিস। এটি আগে থেকেই বলা হচ্ছে। অল্পদিনের মধ্যেই এই কার্যক্রম চালু করা হবে। সেই জন্য পৌরবাসীদের দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

দিনাজপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম