Logo
Logo
×

সারাদেশ

পাঁচ হাতের মধ্যে শোক দিবসে আ.লীগের ২ প্যান্ডেল

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০৩:০৫ পিএম

পাঁচ হাতের মধ্যে শোক দিবসে আ.লীগের ২ প্যান্ডেল

নাটোর শহরের কানাইখালিতে প্রেস ক্লাবের সামনে মাত্র পাঁচ হাত দূরত্বের মধ্যে জেলা আওয়ামী লীগের দুই গ্রুপ দুই প্যান্ডেল করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করেছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদরের এমপি শফিকুল ইসলাম শিমুল গ্রুপ ও যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান চেয়ারম্যান গ্রুপ রোববার পৃথক প্যান্ডেলে দিনভর টান-টান উত্তেজনার মাঝেই সব কর্মসূচি পালন করেছে।

এ সময় পাশাপাশি প্যান্ডেলে লাগানো অসংখ্য মাইক থেকে একই সঙ্গে চলতে থাকে বক্তব্য। শহরজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

গত ২০ জুলাই থেকে চলে আসা দলের বিরোধের জের ধরে নাটোর জেলা আওয়ামী লীগের ব্যানারে সব কর্মসূচি পালন করে সাধারণ সম্পাদক এমপি শফিকুল ইসলাম শিমুল ও তার অনুসারীরা। তার সঙ্গে ছিলেন দলের সহ-সভাপতি সিরাজুল ইসলামসহ অন্যরা।

অপরদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে আয়োজিত সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুষ্ঠানে তিনি ছাড়াও বক্তব্য দেন- সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, অপর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আলী বাবলু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন।

শফিকুল ইসলাম শিমুল এমপির মূল কর্মসূচি শহরের কান্দিভিটায় দলীয় কার্যালয়ে থাকলেও সকাল থেকেই সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম মাসুমের নেতৃত্বে শত শত নেতাকর্মী প্রেস ক্লাবের সামনে তাদের প্যান্ডেলে অবস্থান নিয়ে বক্তব্য দিতে থাকেন। একই সময়ে মাত্র ৫ হাত দূরে উপজেলা চেয়ারম্যান রমজান গ্রুপের বক্তব্য চলতে থাকায় শহরজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুরো সময় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রাখা হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহা নিজে দুপুরের দিকে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যান।

এসব উত্তেজনার মাঝেই উভয়পক্ষ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এক মিনিট নীরবতা পালন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্বেচ্ছায় রক্তদান ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

নাটোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম