ভবঘুরে সেই বৃদ্ধার লাশ মিলল পুকুরে
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ০৮:১৭ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে (৬৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেপারিবাড়ি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় চরপার্বতী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল জানান, মঙ্গলবার ওই বৃদ্ধাকে মৌলভীবাজার এলাকায় ভবঘুরে অবস্থায় স্থানীয়রা দেখেছেন। তবে তার পরিচয় কেউ জানেন না।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
