Logo
Logo
×

সারাদেশ

বজ্রপাতে যুবক নিহত: কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টা

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০১৮, ০৭:১৫ এএম

বজ্রপাতে যুবক নিহত: কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঝাউডাঙ্গি গ্রামে কবর খুঁড়ে বজ্রপাতে নিহত মো. মতিন মণ্ডল (৩৮) নামে এক কৃষকের মরদেহ চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

রোববার সকালে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন নিহত মতিন মণ্ডলের বাবা মোতালেব মণ্ডল।

মোতালেব মণ্ডল বলেন, গত সোমবার দুপুরে বজ্রপাতে মারা যায় মতিন। এর পর তাকে বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হয়। গত মঙ্গলবার দিনগত গভীর রাতে মতিনের কবর খুঁড়ে মরদেহ চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। 
বিষয়টি টের পেয়ে আমরা ধাওয়া করলে দুর্বৃত্তরা মরদেহ রেখে পালিয়ে যায়। পর দিন সকালে কবরটি ইট-সিমেন্ট দিয়ে পাকা করে দেয়া হয়।  

নবাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল হোসেন আলী বলেন, মতিনের মরদেহ চুরির চেষ্টার বিষয়টি রোববার সকালে আমি জেনেছি। মতিনের পরিবারকে সরকারি অনুদান দেয়া হবে।

রাজবাড়ী কবর লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম