Logo
Logo
×

সারাদেশ

কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৭ পিএম

কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পুলিশ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে। রোববার বিকালে উপজেলার নাজিরপুরের একটি খালেরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্র জানায়, উপজেলার নাজিরপুর ওয়াপদা খালের দক্ষিণপাড়ে কালা পোলের পাশে কাপড়ে মোড়ানো একটি নবজাতকের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ওই নবজাতকের লাশ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নবজাতকের লাশ ময়নাতদন্ত ছাড়াও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে।

নোয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম