Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৪ পিএম

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতীকী ছবি

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খাইরুল ইসলাম সুমন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার রাত ১১টার দিকে শহরের কানুচগাড়ি এলাকায় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। 

সদর থানার ওসি সেলিম রেজা জানান, নিহত যুবক সম্ভবত ভাড়ায় চালিত গাড়ির চালক ছিলেন। পূর্ব কোনো বিরোধের জের ধরে দুই দুর্বৃত্ত তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সুমন রংপুর সদরের মিস্ত্রিপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি পরিবার নিয়ে শহরের সাবগ্রাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

বুধবার রাত ১১টার দিকে শহরের শেরপুর সড়কের কানুচগাড়ি এলাকায় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তায় দুজন দুর্বৃত্ত সুমনের দুই হাতের কবজি ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

রক্তাক্ত অবস্থায় তিনি পাশের একটি ওষুধের দোকানে আশ্রয় নেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ঘাতকদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

ছুরিকাঘাত যুবক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম