Logo
Logo
×

সারাদেশ

নগরকান্দায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ০৬:৩৯ এএম

নগরকান্দায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় ১৭ বছর বয়সি এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় কিশোরীর মা বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে কিশোরীর মা ও দাদি পাশের বাড়িতে ধান শুকানোর জন্য যান। এ সুযোগে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ঘরের মধ্যে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী মো. আবু সাইদ (১৮)। 

আবু সাইদ ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের লাবলু শেখের ছেলে।

কিশোরীর মা বলেন, আমার মেয়েকে ধর্ষণ করেছে আবু সাইদ। আমার স্বামী সেদিন বাড়িতে না থাকায় থানায় অভিযোগ দিতে আমার দেরি হয়েছে।

ধর্ষণের ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক মো. আবু সাইদ পলাতক রয়েছে। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। এ ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ধর্ষণ প্রতিবন্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম