সাতকানিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ৩
কক্সবাজার থেকে ট্রাক ও ট্রেইলারে করে অভিনব পন্থায় ইয়াবা পাচারের পথে সাতকানিয়ায় ১৩ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রেইলার ও ডাম্পার ট্রাক। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলো- উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর আব্দুল হকের ছেলে মো. জসীম উদ্দিন (২৩), পটিয়ার দক্ষিণ আশিয়া এলাকার বাচ্চু মিয়ার বাড়ির নুরুল আবছারের ছেলে মো. শাহাদাত হোসেন রিকু (২৩) এবং একই এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে রিয়াদ হোসেন।
পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে ভোরে একটি মিনি ডাম্পার ট্রাকের পেছনে ডালার নিচের অংশের ফাঁকা ফ্রেমের ভেতরে কালো টেপ ও প্লাস্টিকের ফিতায় বেঁধে ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা করে গ্রেফতারকৃতরা। পরে সেই ডাম্পার ট্রাককে নষ্ট ডাম্পার সাজিয়ে ট্রেইলারে করে চট্টগ্রামে নেওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ে।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ডাম্পার ট্রাকের পেছনে সুকৌশলে ইয়াবা লুকিয়ে ট্রেইলারে তুলে চট্টগ্রামে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। ১৩ হাজার পিস ইয়াবাসহ সাতকানিয়ায় তারা ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
সাতকানিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ৩
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ২২:৪৮:৩৩ | অনলাইন সংস্করণ
কক্সবাজার থেকে ট্রাক ও ট্রেইলারে করে অভিনব পন্থায় ইয়াবা পাচারের পথে সাতকানিয়ায় ১৩ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রেইলার ও ডাম্পার ট্রাক। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলো- উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর আব্দুল হকের ছেলে মো. জসীম উদ্দিন (২৩), পটিয়ার দক্ষিণ আশিয়া এলাকার বাচ্চু মিয়ার বাড়ির নুরুল আবছারের ছেলে মো. শাহাদাত হোসেন রিকু (২৩) এবং একই এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে রিয়াদ হোসেন।
পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে ভোরে একটি মিনি ডাম্পার ট্রাকের পেছনে ডালার নিচের অংশের ফাঁকা ফ্রেমের ভেতরে কালো টেপ ও প্লাস্টিকের ফিতায় বেঁধে ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা করে গ্রেফতারকৃতরা। পরে সেই ডাম্পার ট্রাককে নষ্ট ডাম্পার সাজিয়ে ট্রেইলারে করে চট্টগ্রামে নেওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ে।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ডাম্পার ট্রাকের পেছনে সুকৌশলে ইয়াবা লুকিয়ে ট্রেইলারে তুলে চট্টগ্রামে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। ১৩ হাজার পিস ইয়াবাসহ সাতকানিয়ায় তারা ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023