Logo
Logo
×

সারাদেশ

মসজিদের পুকুরে দুই শিশুর মৃত্যু

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১২:০৪ পিএম

মসজিদের পুকুরে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের রামুতে স্থানীয় মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখিল গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু স্থানীয় শাহ আলমের ছেলে আশিকুর রহমান (৭) ও আব্দুল কাদেরের ছেলে শহিদুল্লাহ (৭)।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টায় বাড়ির পাশের মসজিদের পুকুরে গোসল করতে নামে আশিক ও শহিদুল্লাহ। সাঁতার না জানা ওই দুই শিশু একপর্যায়ে ডুবে যায়। আধা ঘণ্টা পর তারা ভেসে উঠে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আলম ও হাজী মোহাম্মদ হোসেন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর তারা মারা যায়।

জেলা ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে বিনা-ময়নাতদন্তে লাশগুলো দাফনের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছি।

কক্সবাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম