চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ০৫:৪১ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক হামলায় গ্রেফতার তিন আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসামিরা হলো— আলী আজগর (২২), নুরুল ইসলাম সুমন (২২) ও নুরুল ইসলাম জীবন (২২)। গত ১৪ অক্টোবর বেগমগঞ্জ থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি তারা, যার মামলা নং-১৯।
মঙ্গলবার রাতে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তারের আদালতে শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় এ পর্যন্ত গ্রেফতার ৫ আসামি দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় দায়েরকৃত ২৬ মামলায় ২০১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
