Logo
Logo
×

সারাদেশ

রাতের আঁধারে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৫:৪৪ এএম

রাতের আঁধারে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা

ফাইল ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় রাতের আঁধারে ঘরে ঢুকে এক কিশোরীকে (১৭) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রিপন খান নামে এক তরুণের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় শনিবার দুপুরে ওই ভুক্তভোগী কিশোরী থানায় একটি লিখিত অভিযোগ করে।

রিপন খান (২০) বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের তুলশীবরাট গ্রামের মোকলেছ খানের ছেলে। 

ভুক্তভোগী ওই কিশোরী জানায়, বিদ্যালয়ে পড়াকালীন রিপন খান তাকে উত্ত্যক্ত করার পাশাপাশি কুপ্রস্তাব দিত। বিষয়টি ওই কিশোরী তার অভিভাবকদের জানান। এতে রিপন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। 

ওই কিশোরী ভাষ্য— গত শুক্রবার রাত ৯টার দিকে আমি আমার শোবারঘরের দরজা খুলে বাথরুমে যাই, সেই সুযোগে রিপন খান ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। বাইরে থেকে এসে আমি ঘরের দরজা বন্ধ করতেই সে আমার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। তখন আমি চিৎকার দিলে পাশের ঘর থেকে মা ও লোকজন এগিয়ে এলে রিপন পালিয়ে যায়। 

পরে তাৎক্ষণিক ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি অবহিত করলে পুলিশ থানায় অভিযোগ দিতে বলে। এ কারণে শনিবার দুপুরে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। 

এ ব্যাপারে বালিয়াকান্দী থানার ওসি মো. তারিকুজ্জামান যুগান্তরকে বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

রাজবাড়ী বালিয়াকান্দি কিশোরী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম