Logo
Logo
×

সারাদেশ

বেগমগঞ্জের বাজারে ভয়াবহ আগুন

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ০৬:০৯ এএম

বেগমগঞ্জের বাজারে ভয়াবহ আগুন

ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ভবভদ্রি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

রোববার রাত ৮টার দিকে উপজেলার আলাইয়ারপুর বোর্ড অফিসসংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রাত ৮টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নের বোর্ড অফিসসংলগ্ন ভবভদ্রি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। 

আগুনে আবু তাহেরের মুদি দোকান, আলী আহম্মেদের চা দোকান, মোহাম্মদ জাভেদের মুদি দোকান, লিটন মিয়ার স্টেশনারি দোকান, আলম মিয়ার মুদি দোকান, আবুল বাশারের চা দোকান ও বিদ্যুৎ শীলের সেলুন দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে ক্ষতির পরিমাণ অন্তত এক কোটি টাকা।

বেগমগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার খবরের সত্যতা স্বীকার করে বলেন, সাতটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে কোত্থেকে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। 

বাজারের ব্যবসায়ী আবু তাহের জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন করা হয়। তবে তারা আসার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে।

বেগমগঞ্জ আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম