নিখোঁজের পরদিন মিলল শিশুর বস্তাবন্দি লাশ
কিশোরগঞ্জ ব্যুরো
১৪ নভেম্বর ২০২১, ২০:৪৩:১৫ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় ২২ মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার বেতেগা গ্রাম থেকে অনন্যা দেব নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি ওই গ্রামের ভবতোষ দেবের মেয়ে।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশুটি। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে বাড়ির পাশের টিউবওয়েলের কাছে সিমেন্টের একটি বস্তায় মোড়ানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। শিশুটিকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি কামরুল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিখোঁজের পরদিন মিলল শিশুর বস্তাবন্দি লাশ
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় ২২ মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার বেতেগা গ্রাম থেকে অনন্যা দেব নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি ওই গ্রামের ভবতোষ দেবের মেয়ে।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশুটি। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে বাড়ির পাশের টিউবওয়েলের কাছে সিমেন্টের একটি বস্তায় মোড়ানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। শিশুটিকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি কামরুল।