Logo
Logo
×

সারাদেশ

আলোচিত সেই ঝুমন এবার চেয়ারম্যান প্রার্থী

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৬:৪১ পিএম

আলোচিত সেই ঝুমন এবার চেয়ারম্যান প্রার্থী

দেশ-বিদেশে বহুল আলোচিত সুনামগঞ্জের ঝুমন দাশের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি এখন সিলেটে। বুধবার আদালতে হাজির হয়ে এ মামলায় ফের জামিন নিয়েছেন ঝুমন। জামিনে গিয়ে এখন তিনি ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

আদালতে ঝুমনের পক্ষে লড়ছে লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট, ব্লাস্ট। মামলাটি সিলেটে স্থানান্তর ও জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট ইরফানুজ্জামান।

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ঝুমনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়েছিল। তাকে গ্রেফতার করেছিল পুলিশ।

ঝুমনের ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র গত ১৭ মার্চ শাল্লার তিন গ্রামের মমিনুল অনুসারীরা প্রত্যন্ত এলাকার নোয়াগাঁওয়ে মানুষের বাড়িঘর, মন্দিরে হামলা, লুটপাট, চরম অরাজকতা সৃষ্টি করেছিল।

অ্যাডভোকেট ইরফানুজ্জামান যুগান্তরকে জানান, শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ঝুমন দাশ। তার বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি বিচারের জন্য সুনামগঞ্জের আদালত থেকে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। কারণ সুনামগঞ্জে এ আদালত নেই। বুধবার ঝুমন দাশ সিলেটের সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে ফের জামিন নিয়েছেন।

তিনি জানান, মামলাটির আইনজীবী ব্লাস্টের সৈয়দ কাওসার আহমদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাইকের্টের দেওয়া জামিনে নিজ জেলার বাইরে যাওয়ার অনুমতি নেই ঝুমনের। তাই সিলেটে ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার জন্য তাকে সুনামগঞ্জের আদালতে আবেদন করে অনুমতি নিতে হয়েছে।

গত ১৬ মার্চ ঝুমন দাশকে গ্রেফতার করে পুলিশ। শাল্লা থানায় তার বিরুদ্ধে দায়ের হয় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। প্রায় ছয় মাস কারাগারে থাকার পর ২৩ সেপ্টেম্বর তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান। এসব ঘটনায় দায়ের করা তিন মামলার আসামি প্রায় ২ হাজার।

দেশ-বিদেশ ইউপি নির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম