বিজয় দিবসে পবিপ্রবিতে বঙ্গবন্ধু পরিষদকে শ্রদ্ধা জানাতে বাধা, প্রতিবাদ
পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ০৮:৫৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদকে পুষ্পার্ঘ্য অর্পণে বাধা দেওয়ার প্রতিবাদে বিবৃতি দিয়েছে সংগঠনটি।
পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর জেহাদ পারভেজ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে জয় বাংলার পাদদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়। এ সময় বঙ্গবন্ধু পরিষদের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করতে গেলে আয়োজক কমিটির সদস্য সচিব ও অনুষ্ঠানের সঞ্চালক ড. মো. জাহিদ হাসান তাদের বাধা দেন ও মাইকে বলেন বঙ্গবন্ধু পরিষদকে এবোলিশ (বিলুপ্ত) করা হয়েছে। পরে স্বপ্রণোদিত হয়ে শিক্ষকরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের ঘটনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও বঙ্গবন্ধুর চেতনাকে গলাটিপে হত্যা করার শামিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এসে বাধার মুখে পড়ে পবিপ্রবির বঙ্গবন্ধু পরিষদ। তাৎক্ষণিক ঘটনার প্রতিবাদ করেন পরিষদের শিক্ষক নেতারা। এ সময় তারা বাধা উপেক্ষা করে জয় বাংলার পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ বিষয়ে বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও অনুষ্ঠানের সঞ্চালক ড. মো. জাহিদ হাসানের সঙ্গে যোগাযোগ করে হলে তিনি বলেন, ‘আমি যা বলেছি সেটি বঙ্গবন্ধু পরিষদের একজন সদস্য হিসেবে বলেছি। বর্তমান পরিষদের প্রতি দুই-তৃতীয়াংশ শিক্ষক অনাস্থা দিয়েছেন। এ কারণে বঙ্গবন্ধু পরিষদ বিলুপ্ত হয়ে গেছে। তা ছাড়া পুরনো বঙ্গবন্ধু পরিষদে অনেক হাইব্রিড ও অন্য মতাদর্শের লোকজন রয়েছেন। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, প্রশাসন থেকে এমন নির্দেশনা ছিল না। সঞ্চালক কেন বলেছেন, সেটি তিনিই বলতে পারবেন।
যোগাযোগ করা হলে পবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, বঙ্গবন্ধু পরিষদকে প্রশাসন বিলুপ্ত করতে পারে না। এটি সংগঠনের বিষয়। আশা করি বিদ্যমান সমস্যা অচিরেই সমাধান হবে।
