লঞ্চে অগ্নিকাণ্ড: দ্বিতীয় দিনেও ডিএনএ নমুনা সংগ্রহ চলছে
বরগুনা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২১, ১১:৫৭:১৯ | অনলাইন সংস্করণ
ঝালকাতঠিতে অগ্নিকাণ্ডে অভিযান-১০ লঞ্চে নিহতদের পরিচয় শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ চলছে।
মঙ্গলবার বেলা ১১টায় বরগুনা সদর জেনারেল হাসপাতালে ঢাকা থেকে আসা সিআইডির চার সদস্যের ফরেনসিক দল এ নমুনা সংগ্রহ করেছেন।
এর আগে সোমবার বিকাল ৪টায় দিকে বরগুনায় সদর হাসপাতালে ৩৫ স্বজনদের নমুনা সংগ্রহের কাজ শুরু হয়। ২৩ জন নিখোঁজ ব্যক্তির পক্ষে ২৭ জন নমুনা দেন। বাকি ১২ স্বজনদের নমুনা সকাল ১১টায় গ্রহণ করা হচ্ছে।
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর অতিরিক্ত আইজিপির নির্দেশে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্ট মেডিকেল টেকনোলজিস্ট তাজুল ইসলাম এ কার্যক্রম পরিচালনা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লঞ্চে অগ্নিকাণ্ড: দ্বিতীয় দিনেও ডিএনএ নমুনা সংগ্রহ চলছে
ঝালকাতঠিতে অগ্নিকাণ্ডে অভিযান-১০ লঞ্চে নিহতদের পরিচয় শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ চলছে।
মঙ্গলবার বেলা ১১টায় বরগুনা সদর জেনারেল হাসপাতালে ঢাকা থেকে আসা সিআইডির চার সদস্যের ফরেনসিক দল এ নমুনা সংগ্রহ করেছেন।
এর আগে সোমবার বিকাল ৪টায় দিকে বরগুনায় সদর হাসপাতালে ৩৫ স্বজনদের নমুনা সংগ্রহের কাজ শুরু হয়। ২৩ জন নিখোঁজ ব্যক্তির পক্ষে ২৭ জন নমুনা দেন। বাকি ১২ স্বজনদের নমুনা সকাল ১১টায় গ্রহণ করা হচ্ছে।
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর অতিরিক্ত আইজিপির নির্দেশে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্ট মেডিকেল টেকনোলজিস্ট তাজুল ইসলাম এ কার্যক্রম পরিচালনা করেন।