Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০৪:২৪ এএম

ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অংশে বাড়বকুণ্ড এসকেএম জুট মিলসংলগ্ন রেলক্রসিংয়ে দুর্ঘটনাকবলিত লরিটি লাইন থেকে সরালে ওই রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। তবে ঢাকামুখী ট্রেন যোগাযোগ স্বাভাবিক হলেও চট্টগ্রামমুখী লাইনে এখনও কাজ চলছে বলে জানা গেছে।

তবে এর আগে রাত পৌনে ১২টার দিকে বাড়বকুণ্ড এসকেএম জুট মিলসংলগ্ন রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে লরির ধাক্কায় ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করা হয়।

জানা যায়, রাত পৌনে ১২টার দিকে বাড়বকুণ্ড এসকেএম জুট মিলসংলগ্ন রেলক্রসিংয়ে একটি লরি বিকল হয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী তূর্ণা নিশিথা ট্রেনের সঙ্গে ওই লরির ধাক্কা লাগে। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি; তবে এতে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত লরিটি লাইন থেকে সরিয়ে ফেললে ঢাকামুখী ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। তবে চট্টগ্রামমুখী লাইনে কাজ চলছে। ওই রুটে রেল চলাচল স্বাভাবিক হলে আরও কিছুক্ষণ সময় লাগবে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বাড়বকুণ্ড রেলক্রসিংয়ে একটি লরির ধাক্কা লাগে। দুর্ঘটনার পর সাময়িকভাবে চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে দুর্ঘটনাকবলিত লরিটি লাইন থেকে সরিয়ে ফেললে ঢাকামুখী ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

সীতাকুণ্ড ট্রেন চলাচল স্বাভাবিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম