Logo
Logo
×

সারাদেশ

দৌলতদিয়ায় অপেক্ষায় চার শতাধিক যান

Icon

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ১০:৪৪ এএম

দৌলতদিয়ায় অপেক্ষায় চার শতাধিক যান

ছবি-যুগান্তর

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে চার শতাধিক ফেরি পারের অপেক্ষায় রয়েছে। 

জানা গেছে, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা পর্যন্ত দুই শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। 

এছাড়া রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীমুখী ফেলুর দোকান পর্যন্ত আরও দুই শতাধিক ট্রাক পারের অপেক্ষায় আটকে আছে।

বুধবার দুপুরের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি যুগান্তরকে বলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া জিরো পয়েন্ট এলাকা পর্যন্ত দুই শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এসব যানবাহনের মধ্যে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্স রয়েছে। অন্যদিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলকায় আরও দুই শতাধিক ট্রাক পারের অপেক্ষায় আটকে আছে।

অপেক্ষা যান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম