নাজিরহাট বড় মাদ্রাসার মোতাওয়াল্লি হলেন মুহাম্মদ ইয়াহ্ইয়া
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ১১:০৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের জামিয়া নাছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার মুতাওয়াল্লি নিযুক্ত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা মুহাম্মাদ ইয়াহ্ইয়া। রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত বৈঠকে ইয়াহ্ইয়াকে মুতাওয়াল্লি নিযুক্ত করা হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির ও ফটিকছড়ির আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসার পরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- পটিয়া মাদ্রাসার পরিচালক আল্লামা আব্দুল হালিম বুখারী, ইসলামিক রিচার্স সেন্টার বসুন্ধরার পরিচালক মুফতি আরশাদ রহমানী, মেখল হামিউচ্ছুন্নাহ মাদ্রাসার পরিচালক আল্লামা উসমান ফয়জী, নানুপুর মাদ্রাসার পরিচালক আল্লামা সালাহউদ্দীন নানুপুরী, জিরি মাদ্রাসার পরিচালক মাওলানা খোবাইব, বিবিরহাট তালিমুদ্দীন মাদ্রাসার পরিচালক মুফতি ওসমান ও মাওলানা ওমর ফারুক প্রমুখ।
গত বছরের ২৯ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে এ পদটি শূন্য হয়। পরে শূন্যপদ পূরণে প্রতিষ্ঠানটির পরিচালক আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমী শূরা কমিটির বৈঠক আহ্বান করেন। এর আগে গত বছরের ৮ সেপ্টেম্বর আল্লামা মুহাম্মাদ ইয়াহ্ইয়া হাটহাজারী মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক নির্বাচিত হন।
