দোহার-নবাবগঞ্জের ১৯ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০২:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ষষ্ঠ ধাপে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়নে সোমবার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এবারই প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ১৯ জন প্রার্থী ছাড়াও বিদ্রোহী, স্বতন্ত্র, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনের প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহণ করেন।
এর মধ্যে নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বেসরকারিভাবে নির্বাচিত ১৪ জন চেয়ারম্যান হলেন- শোল্লা ইউনিয়নে মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, কলাকোপা ইব্রাহীম খলিল, বক্সনগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, শিকারীপাড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আলীমোর রহমান খান পিয়ারা, জয়কৃষ্ণপুরে রেশমা আক্তার, গালিমপুর ইউনিয়নে মো. আজিজুর রহমান ভূঁইয়া, বান্দুরা মো. হুমায়ন কবির, বাহ্রা ইউনিয়নে মো. সাফিল উদ্দিন মিয়া, বারুয়াখালী ইউনিয়নে এম এ বারী বাবুল, নয়নশ্রীতে পলাশ চৌধুরী, চুরাইন ইউনিয়নে মো. আব্দুল জলিল, কৈলাইল ইউনিয়নে মো. বসির আহমেদ, আগলা শিরিন চৌধুরী।
দোহার উপজেলার ৫টি ইউনিয়নেও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- মুকসুদপুর ইউনিয়নে অধ্যাপক আব্দুল হান্নান, বিলাশপুর ইউনিয়নে রাশেদ চোকদার, নয়াবাড়ি তৈবুর রহমান তরুণ, কুসুমহাটি ইউনিয়নে আবদুল কাদের মণ্ডল, নারিশা আলমগীর হোসেন।
নবাবগঞ্জ ও দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
