গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ
সিলেট ব্যুরো
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে গোসলের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় এক লম্পটকে গ্রেফতার করেছে র্যাব- ৯। পুকুরঘাটে গোপন ক্যামেরা লাগিয়ে ওই ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করে লম্পট মো. শাহেদ।
বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার ভোররাত তাকে আটক করা হয়েছিল।
র্যাব জানায়, আটক শাহেদ সিলেটের বালাগঞ্জ উপজেলার আতাশন মোল্লাপাড়া গ্রামের শেখ মো. আব্দুল রকিবের ছেলে।
বিভিন্ন সময় শাহেদ ওই তরুণীকে (২২) প্রেম-ভালোবাসাসহ কুপ্রস্তাব দিতেন। রাজি না হওয়ায় শাহেদ ওই তরুণীর বাড়ির পুকুরঘাটে গোপন সিসি ক্যামেরা লাগিয়ে গোসল করাসহ কাপড় পরিবর্তনের ভিডিও ধারণ করে। সেই ভিডিও ভিকটিমকে দেখিয়ে ইন্টারনেটে ভাইরাল করার ভয় দেখিয়ে শাহেদ বার বার ধর্ষণ করেন।
একপর্যায়ে ওই তরুণী ধর্ষিতা হওয়ার পর শাহেদকে ভিডিও ডিলিট করার কথা বললে তিনি টাকা দাবি করেন। পরবর্তীতে ওই তরুণী নিরুপায় হয়ে বিষয়টি তার পরিবারকে জানান এবং মঙ্গলবার রাতে বালাগঞ্জ থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের ৩ ঘণ্টার মধ্যে মৌলভীবাজার জেলাসদরের চৌমুহনা থেকে শাহেদকে গ্রেফতার করে র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল। পরে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
