Logo
Logo
×

সারাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৩

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৫ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৩

নাটোরের বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। 

সোমবার উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- অনুকুল চন্দ্র সরকার (৫৫), জগদীশ চন্দ্র সরকার (৬৭) ও নিখিল চন্দ্র সরকার (৫২)। তাদের সবার বাড়ি শ্রীরামপুর গ্রামে। 

এ ঘটনায় অনুকূল চন্দ্রের ছেলে অপু চন্দ্র সরকার থানায় লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে অনুকূল চন্দ্র সরকারদের সঙ্গে প্রতিবেশী মুকুল চন্দ্র ও সুবোধ চন্দ্রদের বাড়ির জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন বেলা ১১টার দিকে পুরোনো বাঁশের আড়া ভেঙে পড়ায় নতুন করে বানানোর সময় দুইপক্ষে বাগবিতণ্ডা শুরু হয়। 

একপর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে অনুকূল চন্দ্রসহ তারা তিন ভাই আহত হন। আহতদের মধ্যে অনুকূল চন্দ্র সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া না যাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি। 

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জমি বিরোধ সংঘর্ষ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম