Logo
Logo
×

সারাদেশ

লাখো মানুষের ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত আল্লামা হবিবুর রহমান

Icon

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৯ পিএম

লাখো মানুষের ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত আল্লামা হবিবুর রহমান

লাখো মুসল্লি-ভক্তদের উপস্থিতিতে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের অন্যতম প্রথিতযশা আলেম, আরব আমিরাতের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা ও জকিগঞ্জের ইছামতি কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (৮৯)। 

মঙ্গলবার বিকাল ৩টায় থানাবাজার সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে ৩টা ২০ মিনিটের দিকে নিজের প্রতিষ্ঠিত রারাই গ্রামস্থ আল-হাবীব জামে মসজিদের উত্তর পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেবের বড় ছেলে মাওলানা আব্দুল আউয়াল হেলাল। 

স্মরণকালের বৃহৎ এ জানাজায় দেশের শীর্ষ আলেম, রাজনীতিক, সরকারি কর্মকর্তাসহ দেশের নানা প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এ সময় দেশবরেণ্য আলেম আল্লামা হবিবুর রহমান ছাহেবের ভক্ত, অনুসারী, শিক্ষার্থীসহ জানাযায় আসা ধর্মপ্রাণ মানুষ কান্নায় ভেঙে পড়েন। 

জানাজার নামাজের আগে আল্লামা হবিবুর রহমান ছাহেবের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সৎপুর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, ভারতের রফিনগরের সায়্যিদ হিফজুর রাহমান মিশকাত, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  কলা অনুষদের ডীন ড. রইছ উদ্দিন, অধ্যক্ষ কবি কালাম আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরীসহ আলেম উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

এ সময় আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলা ফুলতলী, সাবেক এমপি সেলিম উদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী, মাওলানা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, হাফেজ মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরীসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

আল্লামা হবিবুর রহমান ছাহেবের পারিবারিক সূত্রে জানাগেছে, বার্ধক্যজনিত কারণে অনেকদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তার ৪ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য ভক্ত, অনুসারী, মুরিদীন, শিক্ষার্থী ও শুভাকাংখী রয়েছেন। 

আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব জীবদ্দশায় অসংখ্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। ধর্ম প্রসারে তিনি বিশ্বের বিভিন্ন দেশে দাওয়াতি সফর করেছেন বহুবার। দেশ বিদেশে তাঁর অসংখ্য ভক্ত অনুসারী রয়েছেন। মৃত্যুর প্রায় ২মাস আগ পর্যন্ত তিনি হাদিস শরীফের দরস দিতেন। 

লাখো মানুষ ভালোবাসা চিরনিদ্রায় শায়িত আল্লামা হবিবুর রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম