জয়পুরহাটে সেরা গার্লস ক্যাডেট কলেজ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলের দিক থেকে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জেলায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতিত্ব অর্জন করেছে। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার মোট ৫৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতভাগ।
এছাড়া জয়পুরহাট সরকারি কলেজ থেকে এ বছর মোট ১ হাজার ২১৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ১৮২ জন পাশ করেছে। পাশের হার ৯৭ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬১৮ জন।
অপরদিকে জয়পুরহাট সরকারি মহিলা কলেজ থেকে এবার ৭১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ৬৭১ জন পাশ করেছে। পাশের হার ৯৪ দশমিক ১০ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭২ জন।
