Logo
Logo
×

সারাদেশ

পাবনা আ.লীগের লাল সভাপতি প্রিন্স সম্পাদক

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৭ পিএম

পাবনা আ.লীগের লাল সভাপতি প্রিন্স সম্পাদক

দীর্ঘ ৭ বছর ২ মাস পর শনিবার পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রেজাউল রহিম লাল সভাপতি এবং গোলাম ফারুক প্রিন্স এমপি দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল এতদিন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার দুপুরে পাবনা পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত সম্মেলনে শেষে দ্বিতীয় অধিবেশনে দলের আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সভাপতি হিসেবে লাল ও সম্পাদক হিসেবে প্রিন্সের নাম ঘোষণা করেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ কেন্দ্রীয় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ ২০১৪ সালের ২০ ডিসেম্বর পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ১৩ মাস পরে ৯৩ সদস্যবিশিষ্ট জেলা কমিটিকে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় কমিটি। ওই কমিটিতে পাবনা-৪ আসনের এমপি শামসুর রহমান শরিফ ডিলু সভাপতি এবং পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এদিকে সভাপতি পদে থাকা সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় জেলা পরিষদের চেয়ারম্যান ও দলের পাবনা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এবারের ত্রি-বার্ষিক সম্মেলন পরবর্তী কাউন্সিলে সভাপতি পদে যারা প্রার্থী ছিলেন তারা হলেন- বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পাবনা-১ আসনের সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শাসসুল হক টুকু, পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য দলের জেলা কমিটির সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজু, দলের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. ইদ্রিস আলী বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা আবুর কালাম আজাদ বাবু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তৌফিকুর আলম তৌফিক প্রমুখ।

এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী ছিলেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য ও বর্তমান জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সোহেল হাসান শাহীন, পাবনা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান মিন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ও কেন্দ্রীয় বন ও পরিবেশ উপকমিটির সদস্য মো. মাজহারুল ইসলাম মানিক ও কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল আলিম প্রমুখ।

পাবনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম