পাইপগানসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত ওহাব হোসেন (২১) উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল কাশেম পাটোয়ারীর ছেলে।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে জেলা চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে সোমবার রাত ১১টার দিকে উপজেলার ১নং আমানউল্লাহপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের ইসলামিয়া মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের (কোম্পানি কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের একটি দল অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগানসহ ওহাব হোসেনকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে জেলা চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ওসি জায়েদুল হক রনি জানান, ওহাব হোসেন এলাকার শীর্ষ সন্ত্রাসী।
