Logo
Logo
×

সারাদেশ

ছাত্রী গণধর্ষণের ঘটনায় উত্তাল বশেমুরবিপ্রবির ক্যাম্পাস

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১২ পিএম

ছাত্রী গণধর্ষণের ঘটনায় উত্তাল বশেমুরবিপ্রবির ক্যাম্পাস

প্রতীকী ছবি

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ক্ষোভে ফুঁসছেন সাধারণ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় থেকে দুই কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড়ে ধর্ষকদের গ্রেফতার ও বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভ্ন্নি প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন।

ধর্ষকরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা এ বিক্ষোভ চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। 

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী তার এক বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ শহরের হেলিপ্যাড থেকে নবীনবাগের মেসে ফিরছিলেন। 

এ সময় ৪-৫ জন দুর্বৃত্ত মেয়েটির বন্ধুকে মারপিট করে। এরপর নবনির্মিত জেলা প্রশাসন স্কুল ও কলেজ ভবনের মধ্যে নিয়ে ওই ছাত্রীকে গণধর্ষণ করে। রাতে ছাত্রী ধর্ষণের খবর ক্যাম্পাসে জানাজানি হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গোপালগঞ্জ থানা ঘেরাও করেন। 

বিক্ষোভে অংশ নেওয়া ফয়সাল আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের এক সহপাঠী বুধবার রাতে শহরের নবীনবাগ এলাকায় তার বাসায় ফেরার সময় গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবিতে আমরা আন্দোলন করছি। আমরা ইতোমধ্যে জেনেছি তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে যতক্ষণ না পর্যন্ত ধর্ষক শনাক্ত হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। ভিকটিমের সঙ্গে কথা বলে ওই রাতেই দুজনকে আসামি করে আমি বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছি। 

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন, ইতোমধ্যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় এনেছি। ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। 

ছাত্রী গণধর্ষণ উত্তাল বশেমুরবিপ্রবি ক্যাম্পাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম