Logo
Logo
×

সারাদেশ

দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ১১:১৫ পিএম

দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন

ফাইল ছবি

কুড়িগ্রাম সদর উপজেলায় দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে বকুল মিয়া (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবক সদরের পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবস গ্রামের মৃত আব্দুর সাত্তারের ছেলে। তিনি তিন কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।

পাঁচগাছী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল বাতেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, পাঁচগাছী ইউনিয়নের আবাসন প্রকল্পের আওতায় বসবাসরত দুই পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। পরে স্থানীয় নিহত বকুল ঝগড়া থামাতে গেলে প্রতিপক্ষ লোকের ছুরিকাঘাতে বকুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান।  

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহারিয়ার জানান, সেখানে মারামারি বিষয়টি জানতে পেরেছি। ছুরিকাঘাতে এক যুবক আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কথা শুনেছি, মৃত্যুর বিষয়টি আমার জানা নেই।

কুড়িগ্রাম ঝগড়া খুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম